মিটার থেকে কেজিতে কনভার্ট করার নিয়ম :
নীট কাপড় এর ক্ষত্রেঃ
= GSM X 39.37 X Fabic Wt ÷ Dia (inch)
= Result ÷ 1000
= Fabric Wt (Kg)
= Result ÷ 1000
= Fabric Wt (Kg)
ওভেন কাপড় এর ক্ষত্রেঃ
GLM = GSM X Fabrices Width / 39.37
ওভেন ফেব্রিক এর ওয়েটঃ
= GLM X Fabric Qty (mt) ÷ 1000
= Fabrices Wt (Kg)
= GLM X Fabric Qty (mt) ÷ 1000
= Fabrices Wt (Kg)
বিদ্র:
কাপড় লাইক্রা হলে ওয়েট এর সাথে 10% এড হবে।
টেক্সটাইল ফিনিশিং মেশিন গুলিতে সাধারনত লেন্থ কে কাউন্ট করা হয় কিন্তু ফেব্রিক কে মিজার কোন ব্যাবস্থা নেই মেশিন গুলিতে তাই, কাজের ক্ষত্রে আমাদের কাপড়ের ওয়েট হিসেব করা লাগতে পারে তাও আবার কাপড় মিটারে না মেপে এই সুত্র গুলি তাদের কাজে লাগতে পারে।