প্রশ্ন – ১. বয়ন কাকে বলে?
উত্তরঃ টানা ও পড়েন সুতার পরস্পর বন্ধনীর মাধ্যমে যে প্রক্রিয়ায় মানুষের পরিধেয় ও ব্যবহার উপযোগী কাপড় তৈরি হয়, তাকে বয়ন বলে।
প্রশ্ন – ২. বয়ন বস্ত্র কাকে বলে?
উত্তরঃ টানা ও পড়েন সুতার পরস্পর বন্ধনীর মাধ্যমে মানুষের পরিধেয় ও ব্যবহার উপযোগী যে সকল দ্রব্য উৎপন্ন হয়, তাকে বয়ন বস্ত্র বলে।
প্রশ্ন – ৩. ওয়াইন্ডিং কি?
উত্তরঃ টানা ও পড়েন সুতাকে প্যাকেজে জড়ানোর প্রক্রিয়াকে ওয়াইন্ডিং বলে।
প্রশ্ন – ৪. গাইড কোন পদার্থের তৈরি?
উত্তরঃ গাইড সাধারণত শক্ত মসৃণ ইস্পাত ও সিরামিকের তৈরি।
প্রশ্ন – ৫. সাইজিং বা মাড় প্রকরণ কাকে বলে?
উত্তরঃ যে প্রক্রিয়ায় টানা সুতায় এক প্রকার আঠালো পদার্থ যুক্ত করে সুতার উপর বিদ্যমান বহিস্থ আঁশগুলোকে সুতার গায়ে মিশিয়ে দিয়ে সুতাকে মসৃণ, চকচকে, সমতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি ও শক্তি বৃদ্ধি করা হয়, তাকে সাইজিং বা মাড় প্রকরণ বলে।
প্রশ্ন – ৬. টানা ও পড়েন সুতা কাকে বলে?
উত্তরঃ কাপড়ের দৈর্ঘ্য বরাবর সুতাকে টানা সুতা বলে ও কাপড়ের আড়াআড়ি সুতাকে পড়েন সুতা/ফিলিং/পিক বলে।
প্রশ্ন – ৭. তাঁতের সংজ্ঞা দাও।
উত্তপ্রঃ যে যন্ত্রে দুই বা ততোধিক সারির টানা ও পড়েন সুতা লম্বালম্বি ও আড়াআড়িভাবে স্থাপন করে বুনন কার্য সম্পন্ন করা হয়, তাকে তাঁত বলে।
প্রশ্ন – ৮. তাঁতের প্রাথমিক গতিগুলোর নাম লিখ।
উত্তরঃ ক. শেডিং, খ. পিকিং, গ. বিটিং।
প্রশ্ন – ৯. শেড কাকে বলে?
উত্তরঃ ঝাপের সাহায্যে টানা সুতার দুই স্তরে ভাগ হয়ে মাকু চলাচলের জন্য যে ফাঁকের সৃষ্টি হয়, তাকে শেড বলে।
প্রশ্ন – ১০. শেডিং কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. ধনাত্মক শেডিং, খ. ঋণাত্মক শেডিং।
প্রশ্ন – ১১. ট্যাপেড কি?
উত্তরঃ ট্যাপেড একটি ধাতব যন্ত্রাংশ, যার সাহায্যে শেড গঠন করা হয়।
প্রশ্ন – ১২. ট্যাপেড শেডিং কাকে বলে?
উত্তরঃ ট্যাপেড ব্যবহার করে শেড গঠন করার প্রক্রিয়াকে ট্যাপেড শেডিং বলে।
প্রশ্ন – ১৩. শেডিং মেকানিজমের সংজ্ঞা দাও।
উত্তরঃ যে যন্ত্রিক কলাকৌশল অবলম্বন করে শেড গঠন করা হয়, সেই পদ্ধতিকে শেডিং মেকানিজম বলে।
প্রশ্ন – ১৪. টপ রোলার মাউন্টিং কাকে বলে?
উত্তরঃ ডিজাইন অনুযায়ী ঝাঁপগুলোকে টপ রোলারের সাথে বাঁধার প্রক্রিয়াকে টপ রোলার মাউন্টিং বলে।
প্রশ্ন – ১৫. পিকিং কাকে বলে?
উত্তরঃ টানা সুতা দ্বারা ঝাঁপের সাহায্যে শেড তৈরি হওয়ার পর মাকুর মাধ্যমে পড়েন সুতাকে শেডের মধ্য দিয়ে তাঁতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেওয়াকে পিকিং বা মাকু মারা বলে।
প্রশ্ন – ১৬. আধুনিক তাঁতে মাকুর পরিবর্তে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ রেপিয়ার, গ্রিপার, জেট, মাল্টিফেউজ প্রভৃতি যন্ত্রাংশ।
প্রশ্ন – ১৭. হিল্ড কাউন্ট কি?
উত্তরঃ দুই বা ততোধিক ঝাঁপ নিয়ে যে সেট তৈরি করা হয়, এরূপ সেট এর প্রতি ইঞ্চিতে যে সংখ্যক হিল্ড আই থাকে তাকে হিল্ড কাউন্ট বলে।
প্রশ্ন – ১৮. রীড কাউন্ট কি?
উত্তরঃ শানার নির্দিষ্ট পরিমাণ ফাঁকা স্থানে যে সংখ্যক ডেন্ট থাকে তাকে রিড কাউন্ট বা শানার নম্বর বলে।
প্রশ্ন – ১৯. নিটিং এর সংজ্ঞা দাও।
উত্তরঃ যে প্রক্রিয়ার মাধমে মেশিন বা হস্ত দ্বারা এক ধরনের বিশেষ সূচ ব্যবহার করে বিশেষ নিয়মে লুপ তৈরি করে উক্ত লুপগুলোকে পরস্পরের সাথে লম্বালম্বি ও সমান্তরালভাবে সংযোজিত করে কাপড় তৈরি করা হয়, তাকে নিটিং বলে।
প্রশ্ন – ২০. ক্যামের কাজ কি?
উত্তরঃ লুপ তৈরি করার সময় নিডেলকে উপরে – নিচে বা সামনে – পিছনে গতি প্রদান করা হল ক্যামের কাজ।
প্রশ্ন – ২১. কোর্স কি?
উত্তরঃ নিটেড কাপড়ে যে সমস্ত লুপ কাপড়ের প্রস্থ বরাবর দেখা যায়, তাকে কোর্স বলে।
প্রশ্ন – ২২. ওয়েলস কি?
উত্তর নিটেড কাপড়ে যে সমস্ত লুপ কাপড়ের দৈর্ঘ্য বরাবর দেখা যায়, তাকে ওয়েলস বলে।
প্রশ্ন – ২৩. স্টিচ ডেনসিটি কাকে বলে?
উত্তরঃ নিট কাপড়ের প্রতি বর্গইঞ্চিতে বা বর্গসেন্টিমিটারে যে কয়টি কোর্স ও ওয়েলস থাকে, তাদের গুণফলকে স্টিচ ডেনসিটি বলে।
উত্তরঃ টানা ও পড়েন সুতার পরস্পর বন্ধনীর মাধ্যমে যে প্রক্রিয়ায় মানুষের পরিধেয় ও ব্যবহার উপযোগী কাপড় তৈরি হয়, তাকে বয়ন বলে।
প্রশ্ন – ২. বয়ন বস্ত্র কাকে বলে?
উত্তরঃ টানা ও পড়েন সুতার পরস্পর বন্ধনীর মাধ্যমে মানুষের পরিধেয় ও ব্যবহার উপযোগী যে সকল দ্রব্য উৎপন্ন হয়, তাকে বয়ন বস্ত্র বলে।
প্রশ্ন – ৩. ওয়াইন্ডিং কি?
উত্তরঃ টানা ও পড়েন সুতাকে প্যাকেজে জড়ানোর প্রক্রিয়াকে ওয়াইন্ডিং বলে।
প্রশ্ন – ৪. গাইড কোন পদার্থের তৈরি?
উত্তরঃ গাইড সাধারণত শক্ত মসৃণ ইস্পাত ও সিরামিকের তৈরি।
প্রশ্ন – ৫. সাইজিং বা মাড় প্রকরণ কাকে বলে?
উত্তরঃ যে প্রক্রিয়ায় টানা সুতায় এক প্রকার আঠালো পদার্থ যুক্ত করে সুতার উপর বিদ্যমান বহিস্থ আঁশগুলোকে সুতার গায়ে মিশিয়ে দিয়ে সুতাকে মসৃণ, চকচকে, সমতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি ও শক্তি বৃদ্ধি করা হয়, তাকে সাইজিং বা মাড় প্রকরণ বলে।
প্রশ্ন – ৬. টানা ও পড়েন সুতা কাকে বলে?
উত্তরঃ কাপড়ের দৈর্ঘ্য বরাবর সুতাকে টানা সুতা বলে ও কাপড়ের আড়াআড়ি সুতাকে পড়েন সুতা/ফিলিং/পিক বলে।
প্রশ্ন – ৭. তাঁতের সংজ্ঞা দাও।
উত্তপ্রঃ যে যন্ত্রে দুই বা ততোধিক সারির টানা ও পড়েন সুতা লম্বালম্বি ও আড়াআড়িভাবে স্থাপন করে বুনন কার্য সম্পন্ন করা হয়, তাকে তাঁত বলে।
প্রশ্ন – ৮. তাঁতের প্রাথমিক গতিগুলোর নাম লিখ।
উত্তরঃ ক. শেডিং, খ. পিকিং, গ. বিটিং।
প্রশ্ন – ৯. শেড কাকে বলে?
উত্তরঃ ঝাপের সাহায্যে টানা সুতার দুই স্তরে ভাগ হয়ে মাকু চলাচলের জন্য যে ফাঁকের সৃষ্টি হয়, তাকে শেড বলে।
প্রশ্ন – ১০. শেডিং কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. ধনাত্মক শেডিং, খ. ঋণাত্মক শেডিং।
প্রশ্ন – ১১. ট্যাপেড কি?
উত্তরঃ ট্যাপেড একটি ধাতব যন্ত্রাংশ, যার সাহায্যে শেড গঠন করা হয়।
প্রশ্ন – ১২. ট্যাপেড শেডিং কাকে বলে?
উত্তরঃ ট্যাপেড ব্যবহার করে শেড গঠন করার প্রক্রিয়াকে ট্যাপেড শেডিং বলে।
প্রশ্ন – ১৩. শেডিং মেকানিজমের সংজ্ঞা দাও।
উত্তরঃ যে যন্ত্রিক কলাকৌশল অবলম্বন করে শেড গঠন করা হয়, সেই পদ্ধতিকে শেডিং মেকানিজম বলে।
প্রশ্ন – ১৪. টপ রোলার মাউন্টিং কাকে বলে?
উত্তরঃ ডিজাইন অনুযায়ী ঝাঁপগুলোকে টপ রোলারের সাথে বাঁধার প্রক্রিয়াকে টপ রোলার মাউন্টিং বলে।
প্রশ্ন – ১৫. পিকিং কাকে বলে?
উত্তরঃ টানা সুতা দ্বারা ঝাঁপের সাহায্যে শেড তৈরি হওয়ার পর মাকুর মাধ্যমে পড়েন সুতাকে শেডের মধ্য দিয়ে তাঁতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেওয়াকে পিকিং বা মাকু মারা বলে।
প্রশ্ন – ১৬. আধুনিক তাঁতে মাকুর পরিবর্তে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ রেপিয়ার, গ্রিপার, জেট, মাল্টিফেউজ প্রভৃতি যন্ত্রাংশ।
প্রশ্ন – ১৭. হিল্ড কাউন্ট কি?
উত্তরঃ দুই বা ততোধিক ঝাঁপ নিয়ে যে সেট তৈরি করা হয়, এরূপ সেট এর প্রতি ইঞ্চিতে যে সংখ্যক হিল্ড আই থাকে তাকে হিল্ড কাউন্ট বলে।
প্রশ্ন – ১৮. রীড কাউন্ট কি?
উত্তরঃ শানার নির্দিষ্ট পরিমাণ ফাঁকা স্থানে যে সংখ্যক ডেন্ট থাকে তাকে রিড কাউন্ট বা শানার নম্বর বলে।
প্রশ্ন – ১৯. নিটিং এর সংজ্ঞা দাও।
উত্তরঃ যে প্রক্রিয়ার মাধমে মেশিন বা হস্ত দ্বারা এক ধরনের বিশেষ সূচ ব্যবহার করে বিশেষ নিয়মে লুপ তৈরি করে উক্ত লুপগুলোকে পরস্পরের সাথে লম্বালম্বি ও সমান্তরালভাবে সংযোজিত করে কাপড় তৈরি করা হয়, তাকে নিটিং বলে।
প্রশ্ন – ২০. ক্যামের কাজ কি?
উত্তরঃ লুপ তৈরি করার সময় নিডেলকে উপরে – নিচে বা সামনে – পিছনে গতি প্রদান করা হল ক্যামের কাজ।
প্রশ্ন – ২১. কোর্স কি?
উত্তরঃ নিটেড কাপড়ে যে সমস্ত লুপ কাপড়ের প্রস্থ বরাবর দেখা যায়, তাকে কোর্স বলে।
প্রশ্ন – ২২. ওয়েলস কি?
উত্তর নিটেড কাপড়ে যে সমস্ত লুপ কাপড়ের দৈর্ঘ্য বরাবর দেখা যায়, তাকে ওয়েলস বলে।
প্রশ্ন – ২৩. স্টিচ ডেনসিটি কাকে বলে?
উত্তরঃ নিট কাপড়ের প্রতি বর্গইঞ্চিতে বা বর্গসেন্টিমিটারে যে কয়টি কোর্স ও ওয়েলস থাকে, তাদের গুণফলকে স্টিচ ডেনসিটি বলে।