প্রশ্ন – ১. পরিকল্পনা বলতে কি বুঝ?
উত্তরঃ একটি কাজ কখন কিভাবে শুরু বা শেষ করবে ইত্যাদি বিষয়গুলো পূর্ব হতে স্থির করাই হচ্ছে পরিকল্পনা।
প্রশ্ন – ২. গার্মেন্টস উৎপাদন পরিকল্পনার শিডিউল কয় প্রকার ও কি কি?
উত্তরঃ তিন প্রকার। যথাঃ ক. সুইং শিডিউল, খ. কাটিং শিডিউল, গ. ফেব্রিক ডেলিভারি শিডিউল।
প্রশ্ন – ৩. শ্রমের সংজ্ঞা দাও।
উত্তরঃ উৎপাদন কাজে পারিশ্রমিকের বিনিময়ে কর্ম প্রচেষ্টাকে শ্রম বলে।
প্রশ্ন – ৪. মেশিনের উৎপাদন দক্ষতা বলতে কি বুঝ?
উত্তরঃ একটি মেশিন প্রতি ঘন্টায় কি পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারে, তাকেও সেই মেশিনের উৎপাদন দক্ষতা বলে।
প্রশ্ন – ৫. যন্ত্রপাতি পরিকল্পনার সংজ্ঞা দাও।
উত্তরঃ ফলপ্রসূ উৎপাদনের জন্য যন্ত্রপাতির সঠিক ব্যবহারের নীতিমালা তোইরি করাকে যন্ত্রপাতি পরিকল্পনা বলে।
প্রশ্ন – ৬. যন্ত্রপাতি পরিকল্পনার উপকনন গুলোর নাম লিখ।
উত্তরঃ কাঁচামাল, কারখানা, মেশিনারি, কার্য নিরীক্ষা, সময় নিরীক্ষা, গতি নিরীক্ষা, কার্য পরিমাপ ইত্যাদি।
প্রশ্ন – ৭. সময় নিরীক্ষা বা টাইম স্টাডি বলতে কি বুঝায়?
উত্তরঃ সময় নিরীক্ষা হচ্ছে কার্যের প্রকৌশল বিশ্লেষণ, যার সাহায্যে নির্দিষ্ট কার্য সম্পাদন করতে কত সময়ের প্রয়োজন তা নির্ধারন করাকে বুঝায়।
প্রশ্ন – ৮. নরমাল টাইম বলতে কি বুঝ?
উত্তরঃ একটি কাজ শতভাগ দক্ষতার সাথে সম্পাদন করতে যে সময়ের প্রয়োজন, তাকে নরমাল টাইম বলে।
প্রশ্ন – ৯. এলিভেটর কী কাজে ব্যবহৃত হয়?
উত্তরঃ মালামাল উপরে-নিচে উঠানামার কাজে।
প্রশ্ন – ১০. শিল্প পণ্য কাকে বলে?
উত্তরঃ যে সকল উপকরণ শিল্প উৎপাদন কার্যে সহায়তা করে, তাকে শিল্প পণ্য বলে।
প্রশ্ন – ১১. অবিমিশ্র গবেষণা কি?
উত্তরঃ অবিমিশ্র গবেষণা দ্বারা বুঝা যায় দ্রব্যটির উপর প্রকৃতির কি ধরনের প্রভাব আছে।
প্রশ্ন – ১২. মজুত মালের সংজ্ঞা দাও।
উত্তরঃ মজুত মাল হল একটি প্রতিষ্ঠানের ঐ সকল অলস সম্পদ, যার অর্থনৈতিক মূল্য আছে এবং ভবিষ্যৎ মেটানোর জন্য ব্যবহৃত হয়।
প্রশ্ন – ১৩. মিতব্যয়ী ফরমায়েশের ছকটি লেখ।
উত্তরঃ
|
সর্বনিম্ন ডেলিভারি সময়
|
সর্বনিম্ন পরিবহণ ব্যয়
| |
সর্বনিম্ন মজুত ব্যয়
|
প্রশ্ন – ১৪.শিডিউলিং কি?
উত্তরঃ শিডিউলিং হচ্ছে নির্দিষ্ট কার্যসম্পাদনের জন্য একটি সাধারণ সময়সূচি নির্ধারণ করা, যাতে পরকল্পিত সময়ের মধ্যে কার্যাবল সমাপ্ত করা যায়।
প্রশ্ন – ১৫. জাস্ট ইন টাইম কি?
উত্তরঃ জাস্ট ইন টাইম একটি প্রক্রিয়া, যার মাধ্যমে উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল যথাসময়ে সরবরাহ করাকে বুঝায়।
প্রশ্ন – ১৬. গ্যান্ট চার্ট কি?
উত্তরঃ যে চিত্রের মাধ্যমে বর্তমান কাজের অগ্রগতি, সম্পাদিত কাজের রেকর্ড ও ভবিষ্যতের জন্য পরিকপ্লনা ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়া যায়, তাকে গ্যান্ট চার্ট বলে।
প্রশ্ন – ১৭. মেশিন শিডিউলিং কি?
উত্তরঃ কোন নির্দিষ্ট ফরমায়েশের জন্য মেশিনের সময় নির্ধারণ করা এবং কার্য টিকখন মেশিনে সম্পাদন করা হবে তা স্থির করাকে মেশিন শিডিউলিং বলে।