প্রশ্ন – ১. প্রোটেক্টিভ ক্লথ বলতে কি বুঝ?
উত্তরঃ যে সমস্ত কাপড় শিল্প কাপখানায় শ্রমিকদের নিরাপত্তামূলক কাজে ব্যবহৃত হয়, তাকে প্রোটেক্টিভ ক্লথ বলে।
প্রশ্ন – ২. ফায়ার ফাইটার স্যুট কি?
উত্তরঃ যে সমস্ত ফাইবারের অগ্নিপ্রতিরোধ ক্ষমতা বেশি সে সমস্ত ফাইবারকে ফায়ার ফাইটারদের পোশাক তৈরিতে ব্যবহৃত হয়, ঐ সমস্ত পোশাককে ফায়ার ফাইটার স্যুট বলে।
প্রশ্ন – ৩. ফ্লেইম রিটারডেন্সি কাকে বলে?
উত্তরঃ যে ফিনিশিং প্রক্রিয়ায় কাপড়কে এমন বৈশিষ্ট্য প্রদান করা হয় যার ফলে কাপড়ে সহজে আগুন বিস্তার লাভ করতে পারে না, তাকে ফ্লেইম রিটারডেন্সি বলে।
প্রশ্ন – ৪. অ্যারামাইড ফাইবার কি?
উত্তরঃ বিশেষ ধরনের ফাইবার, যা অগ্নি প্রতিরোধক গুণসম্পন্ন পোশাকে সেলাই সুতা হিসেবে ব্যবহার করা হয়।
প্রশ্ন – ৫. স্পেশাল গার্মেন্টস কাকে বলে?
উত্তরঃ সাধারণ ব্যবহার্য পোশাক ছাড়া বিশেষ বিশেষ প্রয়োজনে বা বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা পাওয়ার জন্য যেসব পোশাক ব্যবহার করা হয়, তাকে স্পেশাল গার্মেন্টস বলে।
প্রশ্ন – ৬. নাসা রিকমেনডেড স্যুটের জন্য কোন প্রকৃতির ফাইবার ব্যবহৃত হয়?
উত্তরঃ সাধারণত নোমেক্স, কেওলার, অ্যারামাইড ফাইবার বেশি ব্যবহৃত হয়।
প্রশ্ন – ৭. রেসিং ড্রাইভারস স্যুট কোন প্রকৃতির হয়?
উত্তরঃ বহুসংখ্যক স্তর বিশিষ্ট অগ্নি প্রতিরোধক পদার্থের তৈরি।
প্রশ্ন – ৮. এন্টি-মাইক্রোবিয়াল প্রোটেকশন কি?
উত্তরঃ টেক্সটাইল ফেব্রিককে এন্টি-মাইক্রোবিয়াল এজেন্ট ব্যবহারের মাধ্যমে মাইক্রো-অর্গানিজমস হতে মুক্ত রাখার প্রক্রিয়াকে এন্টি-মাইক্রোবিয়াল প্রোটেকশন বলে।
প্রশ্ন – ৯. এন্টি-মাইক্রোবিয়াল কি?
উত্তরঃ এক ধরনের প্রতিষেধক এজেন্ট, যা দেয়ারা ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধ করা যায়।
প্রশ্ন – ১০. মেডিক্যাল টেক্সটাইল কি?
উত্তরঃ চিকিৎসা কার্যক্রম এবং স্বাস্থ্যসেবায় টেক্সটাইল যে পণ্যটি ব্যবহৃত হয়, তাকে মেডিক্যাল টেক্সটাইল বলে।
প্রশ্ন – ১১. স্টেরিলাইজেশন কি?
উত্তরঃ মেডিক্যাল টেক্সটাইল পণ্যগুলো অধিকাংশই ডিসপসেবল। এই ডিসপসেবল পণ্যকে যার সাহায্যে পসেবল পরা হয়, তাকে স্টেরিলাইজেশন বলে।
প্রশ্ন – ১২. ওয়াটার রিপিলেন্সি কাকে বলে?
উত্তরঃ যে পদ্ধতিতে কাপড়ে পানি প্রতিরোধী না করে পানি বিগ্রাহী করা হয়, তাকে ওয়াটার রিপিলেন্সি বলে।
প্রশ্ন – ১৩. ওয়াটার প্রুফিং এ কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়?
উত্তরঃ অ্যালুমিনিয়াম অ্যাসিটেট, পলিভিনাইল বুটাইরাল, পলিভিনাইল আয়োডাইন, ক্লোরাইড ইত্যাদি।
প্রশ্ন – ১৪. ওয়াটার প্রুফিং কাকে বলে?
উত্তরঃ যে ফিনিশিং প্রক্রিয়ার মাধ্যমে কাপড়কে এমন বৈশিষ্ট্যের অধিকারী করা হয় যার ফলে কাপড়ে সহজে পানি প্রবেশ করতে পারে না, তাকে ওয়াটার প্রুফিং বলে।
প্রশ্ন – ১৫. ওয়াটার প্রুফিং কাপড়ের ব্যবহার লিখ।
উত্তরঃ রেইন কোট, ছাতার কাপড়, পালের কাপড়, তাবু ওয়ারগন, ঢাকনা ক্যানভাস রুফিং ইত্যাদি।
প্রশ্ন – ১৬. ওয়াটার প্রুফড ফেব্রিক কাকে বলে?
উত্তরঃ যে ফেব্রিকের মধ্য দিয়ে পানি প্রবেশ করতে পারে না বা কাপড়ের ব্যবহার অনুযায়ী পানি প্রবেশ করতে প্রচুর সময় লাগে, তাকে ওয়াটার প্রুফড ফেব্রিক বলে।
প্রশ্ন – ১৭. এয়ার প্রুফড ফেব্রিক কাকে বলে?
উত্তরঃ যে ফেব্রিকের মধ্য দিয়ে বাতাশ প্রবেশ করতে পারে না বা কাপড়ের ব্যবহার অনুযায়ী বাতাস প্রবেশ করতে প্রচুর সময় লাগে, তাকে এয়ার প্রুফড ফেব্রিক বলে।
প্রশ্ন – ১৮. ফায়ার প্রুফিং এর মূল উপাদান কি?
উত্তরঃ টিএইচপিসি।
প্রশ্ন – ১৯. ফায়ার প্রুফিং কেমিক্যালের নাম লিখ।
উত্তরঃ টিএইচপিসি, মিথাইল, মেলামাইন, ইউরিয়া, ক্ষার ইত্যাদি।
প্রশ্ন – ২০. মিলডিউ প্রুফিং বলতে কি বুঝ?
উত্তরঃ যে প্রক্রিয়ায় কাপড়, পোশাক এমন কি সুতা-ফাইবার ছত্রাক বা ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করা হয়, তাকে মিলডিউ প্রুফিং বলে।
প্রশ্ন – ২১. মথ প্রুফিং বলতে কি বুঝ?
উত্তরঃ যে ফিনিশিং প্রক্রিয়ায় কাপড়কে মথ বা পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়, তাকে মথ প্রুফিং বলে।
প্রশ্ন – ২২. মথ প্রুফিং এর মূল উপাদান কি?
উত্তরঃ স্টিয়ারেলাসাইন অ্যাসিড।