প্রশ্ন – ১. ফিলামেন্ট বলতে কি বুঝ?
উত্তরঃ দীর্ঘ অবিচ্ছিন্ন ফাইবারকে ফিলামেন্ট বলে।
প্রশ্ন – ২. কোন প্রাকৃতিক ফাইবারকে ফিলামেন্ট আকারে পাওয়া যায়?
উত্তরঃ প্রাকৃতিক সিল্ক (রেশম)।
প্রশ্ন – ৩. কোন দেশের তুলা পৃথিবীর শ্রেষ্ঠ তুলা?
উত্তরঃ মিশরীয় সি আইল্যান্ডের তুলা পৃথিবীর শ্রেষ্ঠ তুলা।
প্রশ্ন – ৪. তুলা আঁশের দৈর্ঘ্য কত?
উত্তরঃ তুলা আঁশের দৈর্ঘ্য সাধারণত ১২.৭ মি.মি. থেকে ৬০ মি.মি. পর্যন্ত হয়ে থাকে।
প্রশ্ন – ৫. আঁশের শক্তির কত ভাগ শক্তি সুতায় রূপান্তর হয়?
উত্তরঃ প্রায় ৮০% ।
প্রশ্ন – ৬. আঁশের শক্তির একক কি?
উত্তরঃ পাউন্ডস/বর্গ ইঞ্চি অথবা গ্রাম/টেক্স।
প্রশ্ন – ৭. এক মাইক্রোগ্রাম সমান কত গ্রাম?
উত্তরঃ ১ মাইক্রোগ্রাম = ০.০০০০০১ গ্রাম।
প্রশ্ন – ৮. জিনিং বলতে কি বুঝ?
উত্তরঃ গাছ হতে বীজসহ তুলা সংগ্রহের পর যে প্রক্রিয়ায় বীজতুলা থেকে বীজ ও তুলা আলাদা করা হয়, তাকে জিনিং বলে।
প্রশ্ন – ৯. ব্লোরুমে আঁশসমূহ শতকরা কত ভাগ পরিষ্কার হয়?
উত্তরঃ ৬০ – ৬৫ ভাগ।
প্রশ্ন – ১০. কাউন্ট কাকে বলে?
উত্তরঃ সুতার একক দৈর্ঘ্যের ভর বা একক ভরের দৈর্ঘ্যকে কাউন্ট বলে।
প্রশ্ন – ১১. কটন কাউন্ট কাকে বলে?
উত্তরঃ ১ পাউন্ড ওজনের সুতায় ৮৪০ গজের যতগুলো হ্যাঙ্ক বিদ্যমান, তাকে কটন কাউন্ট বলে।
প্রশ্ন – ১২. জুট কাউন্ট কাকে বলে?
উত্তরঃ ১৪৪০০ গজ সুতার ওজন যত পাউন্ড সুতার কাউন্ট তত।
প্রশ্ন – ১৩. কোন মেশিনকে স্পিনিং এর কেন্দ্রবিন্দু বলা হয়?
উত্তরঃ কার্ডিং মেশিনকে।
প্রশ্ন – ১৪. ড্রইং ফ্রেমে কি কি কাজ করা হয়?
উত্তরঃ ড্রইং ফ্রেমে সাধারণত তিনটি কাজ করা হয়। যথাঃ ক. ড্রইং, খ. ডাবলিং, গ. ড্রাফটিং।
প্রশ্ন – ১৫. সিমপ্লেক্স মেশিনের কাজ কি?
উত্তরঃ সিমপ্লেক্স মেশিনে সাধারণত চারটি কাজ করা হয়। যথাঃ ক. ড্রাফটিং, খ. টুইস্টিং, গ. ওয়াইন্ডিং, ঘ. বিল্ডিং।
প্রশ্ন – ১৬. স্পিনিং বলতে কি বুঝ?
উত্তরঃ ড্রইং ফ্রেম থেকে প্রাপ্ত স্লাইভারের একক দৈর্ঘ্যের ওজন কমিয়ে অর্থাৎ ড্রাফটিং ও টুইস্টিং করে সুতায় রূপান্তর করাকে স্পিনিং বলে।